Wb New Voter List 2025: জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। এই তালিকাটি ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত হালনাগাদ তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বড়সড় পরিবর্তন দেখা গেছে। নতুন তালিকা থেকে প্রায় ৭ লক্ষ নাম বাদ পড়েছে, আর ১০ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছেন।
কেন বাদ পড়ল নাম ?
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাদ পড়া ভোটারদের বেশিরভাগই মৃত বা তাঁদের ভোটার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। এছাড়া প্রায় ৩ লক্ষ মানুষ অন্য রাজ্যে চলে যাওয়ায় তাঁদের নাম তালিকা থেকে সরানো হয়েছে।
আরেকটি কারণ হলো, প্রায় ৯ হাজারেরও বেশি ভোটারের নাম তালিকায় দু’বার করে নথিভুক্ত ছিল। এইসব নামগুলি ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে।
বিজেপির অভিযোগ (Wb New Voter List 2025)
বিজেপি এই তালিকা নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছে। দলের দাবি, তালিকায় ১৭ লক্ষের বেশি নাম দুইবার করে নথিভুক্ত ছিল। একই পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন জায়গায় নাম নথিভুক্ত করার ৩২,৮৮৬টি ঘটনা তাঁরা চিহ্নিত করেছেন।
এছাড়া, মৃত ব্যক্তিদের নাম তালিকায় থেকে যাওয়া নিয়েও তাঁরা সরব হয়েছে।বিজেপি এ বিষয়গুলো নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছে।
অনুপ্রবেশ এবং জাল নথি নিয়ে বিতর্ক
সীমান্তবর্তী রাজ্য হওয়ার কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশ নিয়ে বিতর্ক চলছে। বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে, জাল নথিপত্র ব্যবহার করে অনুপ্রবেশকারীরা বৈধ ভোটারের মর্যাদা পাচ্ছেন।
তবে, তৃণমূল নেতা এবং মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই অভিযোগ সত্য কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের।
Read More: প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.o আবেদনের জন্য কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে জেনে নিন!
চূড়ান্ত ভোটার তালিকার পরিসংখ্যান
(Wb New Voter List 2025) নতুন চূড়ান্ত তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে এখন মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫ জন। এর মধ্যে-
- পুরুষ ভোটার সংখ্যা: ৩ কোটি ৮৭ লক্ষ ৯৩ হাজার ৭৪৩ জন।
- মহিলা ভোটার সংখ্যা: ৩ কোটি ৭৬ লক্ষ ৬১১ জন।
- তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা: ১ হাজার ৮১১ জন।
কীভাবে ডাউনলোড করবেন ২০২৫ সালের ভোটার তালিকা ?
১) প্রথমে সবার আগে এই প্রতিবেদনের নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে চলে আসুন।
২) তারপর আপনার রাজ্যের নাম, জেলার নাম, অ্যাসেম্বলির নাম এবং আপনার ভাষা নির্বাচন করুন।
৩) এরপর আপনার এলাকার বুথের নাম দেখতে পাবেন।
৪) বুথের ডান পাশে থাকা “Final Roll-2025” লিঙ্কে ক্লিক করে তালিকা ডাউনলোড করুন।
IMPORTANT LINKS
Wb New Voter List 2025 | Click Here |
এই পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা এবং বিতর্ক চলছে। তবে নতুন ভোটাররা এই তালিকায় যুক্ত হওয়ায় ভোটার সংখ্যা আরও ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।