Old Age Pension West Bengal: চার মাস ধরে বন্ধ থাকা বার্ধক্য ও বিধবা ভাতার কারণে রাজ্যের বহু প্রবীণ ও বিধবা আর্থিক সংকটে পড়েছে। তাই এই ভাতা তাঁদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। অভিযোগ, বিভিন্ন দপ্তরে বারবার যোগাযোগ করার পরেও সমস্যার কোনো সমাধান হয়নি।
রাজ্য প্রশাসন এই সমস্যার কথা স্বীকার করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্যাটি গোটা রাজ্যে চলছে। ইতিমধ্যেই যারা ভাতা পাওয়ার জন্য নথিভুক্ত, তাঁদের বকেয়া অর্থ কিছু দিনের মধ্যেই পাঠানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত সমস্যার সমাধানে সুনির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।
ভাতার ওপর নির্ভরশীলতা
বার্ধক্য ও বিধবা ভাতা রাজ্যের বহু মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি মাসে মাত্র ১,০০০ টাকা করে এই ভাতা দেওয়া হয় এই প্রবীণ ও বিধবা মহিলাদের তাঁদের ওষুধপত্র, খাবার এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস যাতে কিনতে পারে।
সিউড়ি পুরসভার বাসিন্দা দাশিরা বিবি, যিনি বিধবা ভাতা পান, তিনি বলেন, “স্বামী মারা যাওয়ার পর এই টাকার উপরেই আমার জীবন নির্ভর করে চলতো। ওষুধ কেনা থেকে শুরু করে খাবার কেনার সবই এই টাকার সাহায্যে করা হত।” কিন্তু গত চার মাসে ধরে কোনো টাকা না পাওয়ায় তিনি চরম সমস্যায় পড়েছেন।
একই অবস্থা ময়ূরেশ্বরের শেফালি বাগদি এবং মহামায়া ধীবরের মতো বহু প্রাপকের। তাঁরা জানান, তাঁদের পরিবারে কোনো উপার্জন করার জন্য কোন ও ব্যক্তি নেই। এই ভাতা বন্ধ থাকায় ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে তাদের। চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনও পূরণ করা যাচ্ছে না।
নথিভুক্তি বন্ধ (Old Age Pension West Bengal)
জেলা প্রশাসনের সূত্র অনুযায়ী, বর্তমানে বার্ধক্য ও বিধবা ভাতার জন্য নতুন নথিভুক্তি বন্ধ রয়েছে। লক্ষ্মীর ভান্ডার বা মানবিক ভাতার মতো অন্যান্য প্রকল্পে নথিভুক্তি চালু থাকলেও বার্ধক্য ও বিধবা ভাতার ক্ষেত্রে সেই সুযোগ নেই।
জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, জেলায় বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা ১ লক্ষ ৬ হাজার ৫০৭ জন এবং বিধবা ভাতা প্রাপকের সংখ্যা ৮৭ হাজার ৪০৯ জন। কিন্তু এ বিষয়ে অর্থপ্রদান করার দায়িত্ব রাজ্য সরকারের। কিন্তু জেলা প্রশাসন শুধু তালিকা প্রস্তুত করে।
Read More:
করণীয় (Old Age Pension West Bengal)
যাঁরা এখনও ভাতা পাচ্ছেন না তাঁদের পরামর্শ দেওয়া হয়েছে, পঞ্চায়েতে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং ব্যাংকের কেওয়াইসি আপডেট করতে বলা হয়েছে। অনেক ক্ষেত্রে এই তথ্যের অভাবে অর্থপ্রদান ব্যাহত হচ্ছে।
IMPORTANT LINKS
Official Website | Click Here |
সমস্যার সমাধান
(Old Age Pension West Bengal) রাজ্য প্রশাসন জানিয়েছে, জানুয়ারি মাসের মধ্যে বকেয়াসহ ভাতা প্রদান করা হবে। অগস্ট মাসের পর থেকে কোনো অর্থপ্রদান হয়নি, তবে জানুয়ারিতে এই সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
প্রশাসন বলেছে, যাঁরা নথিভুক্ত আছেন, তাঁদের অর্থ ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।তবে সমস্যাটি কবে সম্পূর্ণ সমাধান হবে, তা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে।