ITBP Job Recruitment 2025: ইন্দো তিব্বত বর্ডার পুলিশে কনস্টেবল পদে নিয়োগ! মাধ্যমিক পাশ থাকলে আজই আবেদন করুন।

By Sourav Das

Published On:

Follow Us
ITBP Job Recruitment 2025

ITBP Job Recruitment 2025: ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স (ITBP) থেকে কনস্টেবল এবং হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের যেকোনো রাজ্যের যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ, যা সরকারি চাকরির স্বপ্নপূরণের জন্য প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে এখানে তুলে ধরা হলো।

নিয়োগের প্রধান তথ্য

আবেদন শুরু ২৪/১২/২০২৪
পদের নাম কনস্টেবল , হেড কনস্টেবল
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ (কনস্টেবল), উচ্চ মাধ্যমিক পাশ (হেড কনস্টেবল)
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শেষ ২২/০১/২০২৫

নিয়োগকারী সংস্থা

আমরা আজকে যে চাকরির সম্বন্ধে আলোচনা করছি , সেটির নিয়গকারি সংস্থা হল ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স (ITBP) ।

আবেদন শুরু (ITBP Job Recruitment 2025)

ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে (ITBP) এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে ২৪/১২/২০২৪ তারিখ নাগাদ।

কোন পদে নিয়োগ

ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে (ITBP) তরফ থেকে জানা গেছে মোট ২ ধরনের পদে নিয়োগ হচ্ছে। সেটি হল –

  • কনস্টেবল
  • হেড কনস্টেবল

শিক্ষাগত যোগ্যতা

যে সমস্ত বাক্তিরা কনস্টেবল পদে আবেদন জানাবেন , তাদেরকে মাধ্যমিক পাশ হতে হবে। এবং আর যারা হেড কনস্টেবল পদে আবেদন করবে তাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা (ITBP Job Recruitment 2025)

ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে যারা কনস্টেবল ও হেড কনস্টেবলে পদে নিয়োগ হচ্ছে , সেইসব আবেদনকারীর চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে মিনিমাম ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। কিন্তু সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় থাকবে।

মাসিক বেতন

কনস্টেবল পদে চাকরিপ্রার্থীদের প্রত্যেক মাসে ২১,৭০০/- টাকা থেকে ৬৯,৭০০/- টাকা পর্যন্ত, এবং যারা হেড কনস্টেবল পদে নিয়োগ হবে তাদের প্রত্যেক মাসে ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা পর্যন্ত বেতন থাকবে।

মোট শূন্যপদ

এই চাকরিতে মোট ৫১টি শূন্যপদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে।

আবেদন পদ্ধতি (ITBP Job Recruitment 2025)

পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো স্থানের প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন সেটি ধাপে ধাপে বোঝানো হয়েছে –

১) প্রতিবেদনের শেষে দেওয়া লিঙ্কে ক্লিক করে সবার আগে আবেদনকারীকে ITBP-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

২) তারপর সেখানে Recruitment অপশনে ক্লিক করে তারপর আপনি Apply Online বাটনে করুন।

৩) তারপর রেজিস্ট্রেশান এর জন্য আপনার প্রয়োজনীয়ও তথ্য দিন ।

৪) রেজিস্ট্রেশান সম্পূর্ণ হয়ে গেলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।

৫) তারপর আপনাকে আবেদন ফি পেমেন্ট করতে হবে। এবং আবেদনপত্রটি পুনরায় চেক করে নিয়ে সাবমিট করতে হবে।

Read More: এয়ার ইন্ডিয়ায় ইন্টার্নশিপের সুবর্ণ সুযোগ! বিনামূল্যে প্রশিক্ষণ ও মাসিক ১৫,০০০/- টাকা স্টাইপেন্ড।

বিভিন্ন ধাপে নিয়োগ প্রক্রিয়া

ITBP-এর নিয়োগ প্রক্রিয়া হবে কয়েকটি ধাপে –

  • শারীরিক দক্ষতা পরীক্ষা (PET): প্রার্থীদের দৌড়, লাফ এবং অন্যান্য শারীরিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
  • শারীরিক মান পরীক্ষা (PST): উচ্চতা, ওজন এবং বুকের পরিমাপ পরীক্ষা করা হবে।
  • লিখিত পরীক্ষা: যারা আগের ধাপগুলোতে উত্তীর্ণ হবেন, তাদের সাধারণ জ্ঞান, ইংরেজি, এবং রিজনিং বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
  • নথি যাচাই (Document Verification): প্রার্থীদের সকল প্রয়োজনীয় নথি যাচাই করা হবে।
  • মেডিকেল পরীক্ষা: শারীরিক স্বাস্থ্য এবং মেডিকেল ফিটনেস পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন।

আবেদন ফি (ITBP Job Recruitment 2025)

  • সাধারণ, ওবিসি এবং EWS প্রার্থীদের জন্য ₹১০০ টাকা।
  • এসসি/এসটি/মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি নেই।

Important Link

Official Notice Download Now
Official Website Click Here

Sourav Das

সৌরভ দাস Prkalpo Wb সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment