Air India SATS Internship 2025: এয়ার ইন্ডিয়ায় ইন্টার্নশিপের সুবর্ণ সুযোগ! বিনামূল্যে প্রশিক্ষণ ও মাসিক ১৫,০০০/- টাকা স্টাইপেন্ড।

By Sourav Das

Published On:

Follow Us
Air India SATS Internship 2025

Air India SATS Internship 2025: আপনি কি ভবিষ্যতে একটি সফল ক্যারিয়ার গড়তে চান? এয়ার ইন্ডিয়া SATS (AISATS)-এর ইন্টার্নশিপ ট্রেনিং হতে পারে আপনার সেই স্বপ্ন পূরণের সুবর্ণ সুযোগ।

২০২৫ সালের জন্য এয়ার ইন্ডিয়া SATS তাদের HR বিভাগে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। এই প্রোগ্রামটি শুধুমাত্র প্রশিক্ষণের সুযোগই নয়, বরং প্রশিক্ষণ কর্মীদের মাসিক স্টাইপেন্ড ও সার্টিফিকেট, এবং সুপারিশপত্রও প্রদান করা হবে।

AISATS সম্পর্কে

Air India SATS Airport Services (AISATS) হলো ভারতের অন্যতম সেরা বিমানবন্দর পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এটি গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডেলিংয়ে দক্ষ এবং কর্মীদের উন্নত প্রশিক্ষণ প্রদান করে। সংস্থাটি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালন করতেও অঙ্গীকারবদ্ধ। এবার তারা HR বিভাগে বিনামূল্যে ৬ মাসের ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ দিচ্ছে।

ইন্টার্নশিপের মূল বৈশিষ্ট্য

(Air India SATS Internship 2025) এই ট্রেনিংটি একেবারে ফ্রীতে এবং ইন্টার্নদের মাসে ₹১৫,০০০ স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং শেষে ইন্টার্নরা পাবেন একটি সার্টিফিকেট ও সুপারিশপত্র যা তাদের ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় সুবিধা হবে।

কাদের জন্য এই ইন্টার্নশিপ ?

যারা এই ট্রেনিং টি করতে চাই , সেইসব বাক্তিদের এই যোগ্যতাগুলি পূরণ করতে হবে-

  • HR বিভাগের কাজে আগ্রহী।
  • ছয় মাস পূর্ণ সময় কাজ করতে প্রস্তুত।
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ থেকে ২৮ জানুয়ারি, ২০২৫-এর মধ্যে ট্রেনিং শুরু করতে পারবেন।
  • অফিসে উপস্থিত থেকে কাজ করার ইচ্ছা ও সুযোগ রাখেন।
  • কর্মজীবনে নতুন শুরু করতে ইচ্ছুক, বিশেষত মহিলারা।

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ

যেসব বাক্তিরা এখানে ফ্রীতে ইন্টার্নশিপ ট্রেনিং নেবে ভাবছে , তাদের কে বলে রাখি এই ট্রেনিংটি মুম্বাইতে অনুষ্ঠিত হবে। আর এই ট্রেনিংটির মেয়াদ থাকবে মাত্র ৬ মাস।

Read More:

ইন্টার্নদের দায়িত্ব

(Air India SATS Internship 2025) যে প্রার্থীরা এই ইন্টার্নশিপের জন্য নির্বাচিত হবেন, তাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য –

১) নতুন প্রার্থীদের সন্ধান, তাদের সাক্ষাৎকারের সময় নির্ধারণ, এবং নিয়োগকারী ম্যানেজারদের সাথে যোগাযোগ।

২) ইভেন্ট সার্ভে এবং যোগাযোগ পরিকল্পনা তৈরি করে কর্মচারীদের সম্পৃক্ততার লক্ষ্য পূরণ।

৩) এক্সেল এবং পাওয়ার বি আই ব্যবহার করে ডাটা তৈরি এবং রিপোর্ট তৈরি করা।

৪) HR ডাটাবেস এবং কর্মচারীদের রেকর্ড তৈরি করা ও পরিচালনা করতে হবে।

৫) মিটিং আয়োজন এবং ডকুমেন্ট ট্র্যাকিংয়ের মাধ্যমে HR টিমকে সহযোগিতা।

৬) HR প্রক্রিয়ার কার্যকারিতা বজায় রাখা।

স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা

ইন্টার্নশিপ চলাকালীন প্রত্যেক বাক্তিকে প্রতি মাসে ₹১৫,০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এবং ট্রেনিংটির শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে । যাতে ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে এটি বড় সুযোগ হয়ে দাঁড়াবে।

আবেদন পদ্ধতি (Air India SATS Internship 2025)

১) আপনাকে অনলাইনে আবেদন করতে হলে , প্রতিবেদনের নীচে দেওয়া লিঙ্ক আছে ওখানে গিয়ে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে “Apply Now” বাটনে ক্লিক করতে হবে।

২) আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।

৩) প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।

৪)আবেদনটি সাবমিট করুন।

আবেদনের শেষ তারিখ

(Air India SATS Internship 2025) এই ইন্টার্নশিপ ট্রেনিংটির আবেদন করার শেষ তারিখ ২৩ জানুয়ারি, ২০২৫। যারা আবেদন করতে চান তারা তাড়াতাড়ি আবেদন সম্পূর্ণ করুন।

Important Link

Official Website Apply Now

Sourav Das

সৌরভ দাস Prkalpo Wb সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment