ABHA ID Card: বর্তমানে পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবর্ষে অনুপ্রবেশকারীদের নিয়ে চিন্তায় রয়েছে সরকার। এই সমস্যার সমাধানের জন্য অনেক কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার। এরই মধ্যে কেন্দ্র সরকার একটি নতুন প্রকল্প চালু করেছে, যা “আভা আইডি কার্ড” নামে পরিচিত। এটি স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা বাড়ানোর জন্য তৈরি একটি বিশেষ কার্ড।
এই কার্ডের সাহাজে বাক্তির সম্পর্কে নানা বিষয়ে জানা সম্ভব হবে। এবং পরবর্তী সময়ে সেই বাক্তির বিভিন্ন কাজে সুবিধা হবে। তবে এই কার্ডটি পেতে যেকোনো ভারতবাসীরা আবেদন করতে পারবেন।
ABHA ID Card কি ?
পুরোপুরি আধার কার্ডের মত দেখতে এই কার্ডটি ভারতবর্ষে আসছে এবং তার নাম দেওয়া হয়েছে আভা আইডি কার্ড । এবং এটি ভারতের যেকোনো রাজ্যের বাক্তিরা খুব সহজেই এই কার্ডটি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
আভা আইডি কার্ড একটি ইউনিক স্বাস্থ্য পরিচয় নম্বর প্রদান করবে। এই কার্ডের মাধ্যমে একজন ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য একটি জায়গায় সংরক্ষণ করা যাবে। এটি প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চালু করা হয়েছে।
Read More: বিনামূল্যে ২.০ প্যান কার্ড পেতে আপনারা অনলাইণে আবেদন করুন এইভাবে।
আভা আইডি কার্ডের সুবিধা
১) এই কার্ডের নম্বরের মধ্যে একটি বাক্তির মেডিকেল সম্পর্কে বিভিন্ন তথ্য এই কার্ডে থাকবে। এরফলে সেই বাক্তির মেডিকেল তথ্য সম্পর্কে জানতে সহজ হবে। এটি পরবর্তী সময়ে চিকিৎসকদের জন্য রোগ নির্ণয় ও চিকিৎসা করতে সহজ হবে।
২) স্বাস্থ্য বীমা ও অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা নিতে এই আইডি কার্ড থাকলে সহজেই আরও পরিষেবাটির লাভ পাওয়া যাবে।
৩) সরকারি হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত সমস্ত রেকর্ড সংরক্ষণ করা যাবে করা যাবে এই কার্ডের মাধ্যমে।
৪) জটিল চিকিৎসার ক্ষেত্রে এই কার্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আবেদন পদ্ধতি (ABHA ID Card)
১) আবেদনকারীকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই আভা কার্ডটি পাওয়ার জন্য আবেদন জানাতে হবে।
২) আবেদন জানানোর জন্য আপনাকে নীচে দেওয়া ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।
৩) আবেদনকারীরা ওয়েবসাইটে গিয়ে ‘Create ABHA Number’ অপশনে ক্লিক করে আপনার আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে হবে।
৪) এই কার্ডটির নম্বর তৈরি হয়ে গেলে সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নিয়ে আবেদনপত্রটিকে একটি ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আবেদনটিকে সাবমিট করতে হবে।
৫) আবেদন সফলভাবে হয়ে গেলে আপনার ইউনিক আভা আইডি নম্বর জেনারেট হবে। এবং এই কার্ডটি সহজেই ডাউনলোড করে রাখতে পারবেন।
ABHA ID Card Apply Link – Click Here |
আবেদনের সময়সীমা
এই কার্ডটি পুরোপুরি আধার কার্ডের মতন দেখতে। কিন্তু আভা আইডি কার্ড তৈরি করা সম্পূর্ণ ঐচ্ছিক। আপনি চাইলে এটি বানাতে পারেন, আবার না চাইলে নাও বানাতে পারেন। সরকার এই প্রকল্পের আবেদনের জন্য কোনো শেষ সময়সীমা নির্ধারণ করেনি। এখনই আবেদন করুন এবং আপনার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংরক্ষণে একধাপ এগিয়ে থাকুন।