PM Suryoday Yojana 2024: ফ্রি সোলার বিদ্যুৎ সংযোগের জন্য আপনারা আবেদন করুন এইভাবে

By Sourav Das

Published On:

Follow Us
PM Suryoday Yojana 2024

PM Suryoday Yojana 2024: ভারত সরকার সম্প্রতি প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা ২০২৪ নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছে। এই যোজনার মূল উদ্দেশ্য হলো দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ সরবরাহ করা এবং পরিবেশবান্ধব সোলার শক্তির প্রসার ঘটানো।

সরকারের লক্ষ্য হলো ২০২৪ সালের মধ্যে প্রতিটি বাড়িতে সোলার শক্তির আলোয় আলোকিত করা। এই প্রকল্পের আওতায়, দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারের জন্য বিনামূল্যে সোলার প্যানেল ও বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে।

যোজনার বিশেষ উদ্দেশ্য

১) প্রত্যন্ত গ্রামাঞ্চলসহ দেশের দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া।

২) এই সোলার বিদ্যুৎ শক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ কমানে ।

৩) সোলার প্যানেল স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করা । এরফলে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হবে ।

৪) এই সোলার শক্তির বাবহারের ফলে অনেক বিদ্যুৎ বিল কমবে।

যোজনার সুবিধা (PM Suryoday Yojana 2024)

১) দরিদ্র ও প্রয়োজনীয়ও পরিবারগুলির জন্য ফ্রি বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া।

২) সোলার প্যানেলের মাধ্যমে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে ।

৩) প্রধানমন্ত্রীর এই যোজনায় দরিদ্র ও প্রয়োজনীয়ও পরিবারগুলির জীবনযাত্রা অনেক সুবিধা হবে ।

আবেদন করার যোগ্যতা

  • আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে ।
  • ১৮ বছরের উপরে বয়স হতে হবে আবেদন করার জন্য।
  • পরিবারের বার্ষিক আয় ১.৫ লাখ টাকার কম হতে হবে।
  • আবেদনকারীর নিজের বাড়ি থাকতে হবে , যাতে সোলার প্যানেল বসানো যায়।
  • আবেদনকারীর কাছে আধার কার্ড , রেশন কার্ড , আয় সার্টিফিকেট , বাড়ির বৈধ কাগজপত্র , পাসপোর্ট সাইজ ছবি ও ব্যাংক এর পাসবই ইত্যাদি থাকতে হবে ।

আবেদন প্রক্রিয়া (PM Suryoday Yojana 2024)

অনলাইনে আবেদন করার জন্য প্রথমে সরকারি ওয়েবসাইটে যান । তারপর নতুন আবেদনে ক্লিক করুন , এবং আবেদনকারীর প্রয়োজনীয়ও তথ্য দিয়ে ফর্মটা সম্পূর্ণ পূরণ করে সাবমিট করুন। তারপর আবেদনকারীর প্রয়োজনীয়ও নথিগুলি দিয়ে আপলোড করুন এবং আবেদন জমা দিন ।

IMPORTANT LINKS

Home page Click Here
Official Portal Click Here

(PM Suryoday Yojana 2024) প্রধানমন্ত্রীর এই যোজনার ফলে গ্রামীণ ও শহরাঞ্চলের উন্নয়ন বাড়বে। ভবিষ্যতে এই সোলার প্যানেল এর ব্যবহার আর বাড়বে। এবং অনেক বাক্তির কর্মসংস্থান ও হবে , দেশের অর্থনীতি আর শক্তিশালী হবে ।

এই সোলার প্যানেল এর মাধ্যমে বিদ্যুৎ এর ফলে পরিবেশ দূষণ অনেক দ্রুত কমবে। এই প্রকল্পের ফলে দেশের বিদ্যুৎ সঙ্কট দূর হবে । সোলার শক্তি ব্যবহার বাড়ার ফলে কার্বন দূষণ হ্রাস পাবে। প্রকল্পটি পরিবেশ রক্ষা এবং উন্নয়নের একটি বড় পদক্ষেপ গ্রহন করবে। স্থানীয় জনগনকে সচেতন করা জরুরি।

Sourav Das

সৌরভ দাস Prkalpo Wb সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment